প্রথম ইনিংসে মাত্র ১৮৮ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। সিলেট টেস্টে বড় ব্যবধানেই হারতে যাচ্ছে টাইগাররা। তবে লড়াইটা তো অন্তত করতে হবে। তাইতো একাই লড়ছেন মুমিনুল হক।
দ্বিতীয় ইনিংসে নেমে ৪১৮ রান করেছে লঙ্কানরা। ফলে টাইগারদের সামনে এখন লক্ষ্য দাঁড়িয়েছে ৫১১ রানের। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ভেঙে পড়েছে টাইগারদের ব্যাটিং অর্ডার।
আরও পড়ুন: দ্বিতীয় টেস্টে ফিরছেন সাকিব আল হাসান
মাত্র ৪৭ রানেই হারিয়েছে ৫ উইকেট। ফলে বাংলাদেশ হারের দ্বারপ্রান্তে চলে গেছে তৃতীয় দিন শেষেই। দ্বিতীয় ইনিংসে আত্মঘাতী সব শটে নিজেদের উইকেট বিলিয়ে দিয়েছেন টাইগাররা।
৩৮ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান করে দুপুরের বিরতিতে গেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল এখনো পিছিয়ে আছে ৩৮২ রান। মুমিনুল অপরাজিত আছেন ৪৬ রানে। তাকে সঙ্গ দিচ্ছেন শরিফুল ইসলাম ৩ রান নিয়ে। তাই এখন ভরসা শুধু মুমিনুলের ব্যাট।