শনিবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে গুইনগ্যাম্পকে ৯-০ গোলে হারিয়েছে পিএসজি। এমন জয়ে হ্যাটট্রিক করেছেন এডিনসন কাভানি ও কালিয়ান আম্বাপে। জোড়া গোল করেছেন নেইমার আর অন্য গোলটি করেছেন থমাস মুনিয়ের। গেল সপ্তাহে কোপা দে ফ্রান্স লিগে এই গুনগ্যাম্পের কাছে ২-১ ব্যবধানে হেরে লিগ থেকে বিদায় নিয়েছিল পিএসজি।
পিএসজির ঘরের মাঠে ১১ মিনিটে গোলের খাতা খোলেন নেইমার। ৩৭ মিনিটে নেইমারের ক্রসে ম্যাচে দ্বিতীয় গোলটি করেন এম্বাপে। প্রথমার্ধের শেষ মিনিটে কাভানির ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করে পিএসজিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন এম্বাপে।
বিরতির পর ৫৯ মিনিটে এডিসন কাভানি গোল করে ব্যবধান করেন ৪-০। ৬৬ মিনিটে কাভানি তার জোড়া গোল পূর্ণ করলে ব্যবধান হয় ৫-০। ৬৮ মিনিটের মাথায় নেইমারও তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে পিএসজি এগিয়ে যায় ৬-০ ব্যবধানে।
৭৫ মিনিটে কাভানি তার হ্যাটট্রিক পূর্ণ করেন। লিড হয় ৭-০ ব্যবধানের। ৮০ মিনিটে এম্বাপেও পূর্ণ করেন হ্যাটট্রিক। লিগে এটি তার ১৬তম গোল। আর ৮৩ মিনিটে গুইনগ্যাম্পের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন থমাস মুনিয়ের। তাতে ৯-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
এই জয়ের ফলে ১৯ ম্যাচ থেকে ৫৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট বিশাল পয়েন্ট ব্যবধানে টেবিলের শীর্ষেই রয়েছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লিলে ২১ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট সংগ্রহ করেছে।