ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের ৩টি ম্যাচেই হারার পর হোয়াইটওয়াশের খাতায় নাম লেখালো টাইগাররা। আজকে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৮৮ রানের বিশাল ব্যাবধানে হারে বাংলাদেশ।
তবে, এই হেরে যাওয়ার মাঝেও কিছুটা স্বস্তির অনুভূতি ছিল সাব্বিরের সেঞ্চুরি। কারণ হোয়াইটওয়াশ হলেও এই সিরিজেই নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন তিনি। আর তাই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্বটা দিয়েছেন তার টিম ম্যানেজমেন্ট ও সতীর্থদের।
এ প্রসঙ্গে সাব্বির বলেন, ‘স্বভাবতই ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়ে আমি খুশি। টিম ম্যানেজমেন্ট এবং সতীর্থরা আমার উপর যে আস্থা রেখেছিলেন সেটি আমাকে ভালো খেলতে সাহায্য করেছে।
তিনি আরো বলেন, ‘মাশরাফি ভাই সহ দুঃসময়ে যারা আমাকে সমর্থন যুগিয়েছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। অতীতের সেই সময়টায় তাদের সমর্থন আমার জন্য অনেক বড় কিছু ছিল।
খুব সুন্দর আর্টিকেল।
tnx