বৃহস্পতিবার ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো প্রকাশ করেছে এ যাবৎকালে বাংলাদেশের বিশ্বকাপ সেরা একাদশ। যাতে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড পরানো হয়েছে বর্তমান জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।
ক্রিকইনফোর প্রকাশিত আর্টিকেলটিতে দেখা গেছে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে জায়গা পেয়েছেন ইমরুল কায়েস। ওয়ান ডাউনে তুলে আনা হয়েছে মিডলঅর্ডারে ব্যাট করা মাহমুদউল্লাহ রিয়াদকে।
এদিকে সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশে জায়গা পেয়েছেন স্পট ফিক্সিংয়ে জড়ানো মোহাম্মদ আশরাফুল। এছাড়াও এতে আরো সুযোগ পেয়েছেন ১৯৯৯ টুর্নামেন্টের দুই কিংবদন্তী প্লেয়ার মিনহাজুল আবেদীন ও খালেদ মাহমুদ।
দেখে নিন ক্রিকইনফোর বিশ্বকাপ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মিনহাজুল আবেদিন, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মুর্তজা, খালেদ মাহমুদ, মোহাম্মদ রফিক ও রুবেল হোসেন।