ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টে বোলিং করার সময় হার্ট অ্যাটাক করে মাঠেই মারা গেলেন এন্থনি নামের এই ২৫ বছর বয়সী ক্রিকেটার। ভারতের হায়দারাবাদ প্রদেশের বানজারা পাহাড়ে আয়োজন করা হয়েছিল টুর্নামেন্টটি।
দৃশ্যটি ছিল খুবই মর্মান্তিক। বল করার উদ্দেশ্যে বোলিং রানআপে দাঁড়িয়ে ছিলেন এন্থনি কিন্তু বল করার পরিবর্তে হঠাৎ করেই মুখ থুবড়ে পড়ে গেলে আশেপাশের সবাই কাছে এসে বুঝতে পারে তিনি হার্ট এটাক করেছেন। তারপর খুব দ্রুতই তাকে হাসপাতালে নেয়া হয় কিন্তু কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
টুর্নামেন্টটি ছিল আর দশটা পাড়ার টুর্নামেন্টের মতোই। পুরো ঘটনাটিই ভিডিও ধারণ করা হয়েছে মোবাইলে। ভিডিওতে দেখা যায় শীতের রাতে উৎসবমুখর পরিবেশে খেলছিল সবাই কিন্তু হঠাৎই চলে আসা একটি অকাল মৃত্যু সবকিছু থামিয়ে দিলো।