২০২২ সাল অবধি রিয়ালের নতুন কোচ হয়েছেন জিনেদিন জিদান। প্রায় ১০ মাস আগে নিজের ছেড়ে যাওয়া আসনটি আবার ফিরে পেলেন তিনি। রিয়ালের ম্যানেজার হয়েই তিনি তার পরিকল্পনার কথা জানিয়েছেন।
সোমবার রিয়ালের নতুন কোচ হিসেবে জিনেদিন জিদানের নাম ঘোষণা করে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো সোলারির জায়গায় নতুন করে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
জিদান জানিয়েছেন, ‘রিয়াল সভাপতি পেরেজ আমাকে ফোন দেওয়ার পর তিনি আর না করতে পারেননি। কারণ আমি তাকে এবং রিয়ালকে খুব ভালোবাসি।’
রিয়ালে জিদানের নতুন করে যোগ দেওয়ার সকলের মনেই একটা প্রশ্ন, যখন রিয়ালেই ফিরলেন তাহলে কেন রিয়াল ত্যাগ করেছিলেন ? জিদান বলেন, ‘সত্যি বলতে, আমি ক্লাবের ভালোর জন্যই ক্লাব ছেড়েছিলাম। কারণ, সবকিছু জেতার পর দলে একটা পরিবর্তন দরকার ছিল। আবার ক্লাবের ভালোর জন্যই আমি ফিরে এসেছি। কারণ, আমি রিয়ালকে আবার সেই অবস্থানে নিয়ে যেতে চাই, এই ক্লাবটা যেখানে থাকার যোগ্য।’