বিপিএল ফাইনালে শুক্রবার ঢাকার বিপক্ষে ৬১ বলে ১৪১ রানের এক দানবীয় ইনিংস খেলেছেন তামিম ইকবাল। অবিশ্বাস্য এই ইনিংস কিভাবে খেলেছেন তামিম? দেশসেরা এই ব্যাটসম্যান নিজেও জানেন না! দানবিক এই ইনিংসের পর ঘোর কাটছে না তাঁর।
ঢাকার বিপক্ষে প্রথম ৩১ বল থেকে হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর পরের পঞ্চাশ রান তুলতে তামিম খরচ করেন মাত্র ১৯ বল।সেঞ্চুরির পরও তাকে আটকানো যায়নি। পরের ১১ বলে ৩৮ তুলে টি-টোয়েন্টির ক্যারিয়ার সেরা ইনিংস উপহার দেন তামিম। এর আগে তার ক্যারিয়ার সেরা ইনিংস ছিল ১৩০।
ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘সত্যি কথা বলতে আমি এখনো ঘোরে আছি। আমি বুঝতে পারছি না কিভাবে ব্যাট করেছি। আমি বাসায় ফিরে আবার হাইলাইটসটা দেখব। একটা সময় বিজয়ের আউটের পর অস্থির হয়ে পড়েছিলাম। পরে শান্ত হয়ে আবার শুরু করি। আমি নিশ্চিত হাইলাইটস দেখার পর বুঝতে পারব কী করেছি।’
বিপিএলে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির আক্ষেপ মেটালেন তামিম। এ বিষয়ে তামিম বলেন, ‘শেষ কয়েক বছরে সেঞ্চুরির সুযোগ ছিল। কোনো না কোনো কারণে হয়নি। দেখবেন ৭০-৮০ করে আউট হয়েছি তখনও ছয় ওভার বাকি। এবার হলো। অবশ্যই স্বস্তি পাচ্ছি। আর ফাইনাল ম্যাচে হওয়াতে… এর থেকে ভালো কিছু আর হতে পারে না।’