সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চেলসির নতুন কোচ হলেন এনজো মারেসকা। সম্প্রতি লিগে বাজে পারফরম্যান্সের কারণে পারস্পরিক সমঝোতায় ক্লাব ছেড়েছেন আর্জেন্টাইন কোচ মাওরিসিও পচেত্তিনো। এবার তারই স্থলাভিষিক্ত হলেন মারেসকা।
জানা গেছে, চেলসির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন এই ইতালিয়ান কোচ। পাঁচ বছরের চুক্তি হলেও পরবর্তী সময়ে মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। অন্যদিকে মারেসকাকে পেতে বেশ বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হচ্ছে চেলসিকে। প্রায় ১০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ পাচ্ছে লেস্টার।
আরও পড়ুন: বিশ্বকাপে অংশ নেয়ায় বাংলাদেশের আয় প্রায় ৩ কোটি!
এর আগে গত বছরের জুনে লেস্টারের দায়িত্ব নিয়েছিলেন ৪৪ বছর বয়সী ইতালিয়ান কোচ মারেসকা। তার অধীন খেলেই চ্যাম্পিয়নসশিপ থেকে প্রিমিয়ার লিগে উত্তরণ হয়েছে লেস্টারের।
চেলসির নতুন কোচ হওয়ার প্রতিক্রিয়ায় মারেসকা বলেছেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটি চেলসির কোচ হওয়া যেকোনো কোচের জন্য স্বপ্নের মতো। এ কারণেই দায়িত্বটি নিয়ে আমি রোমাঞ্চিত। আমি দারুণ এক দল প্রতিভাবান খেলোয়াড় এবং স্টাফের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। ক্লাবের সাফল্যের ঐতিহ্য অব্যাহত রাখতে চাই এবং সমর্থকদের গর্বিত করতে চাই।’
১ জুলাই কাজ শুরু করতে যাওয়া মারেসকা পাঁচ বছরের মধ্যে চেলসির ৬ষ্ঠ কোচ। আর ২০২২ সালের মে মাসে টড বোয়েলি ক্লাবের মালিকানা নেওয়ার পর মারেসকা হলেন চতুর্থ কোচ।
বিডি স্পোর্টস নিউজ/জেএ