ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি ষোড়শ আসরে অভিষেকের পর মুম্বাই ইন্ডিয়ান্স একাদশে প্রায় জায়গা করে নিয়েছিলেন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার।
কিন্তু হঠাৎ করেই মুম্বাই একাদশ থেকে উধাও হয়ে যান অর্জুন। এ ব্যাপারে নিশ্চুপ ছিল মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ।
আরও পড়ুন: জরিমানার কবলে কেকেআর এর ১২ খেলোয়াড়
অবশেষে জানা গেল সেই উধাও হওয়ার আসল রহস্য। মঙ্গলবার (১৬ মে) লখনৌ সুপার জায়ান্ট এবং মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের আগে অর্জুনকে দেখা গেল দলের সঙ্গে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে লখনৌ ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। তাতেই দেখা গেছে অর্জুনকে স্বাগত জানাচ্ছেন লখনৌয়ের ক্রিকেটাররা।
আরও পড়ুন: বাংলাদেশ–আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ
তখনই একজন জানতে চান- এই কয়দিন তাকে কেন দেখা যায়নি? জবাবে অর্জুন তার বাম হাত দেখিয়ে বলেন, কুকুরের কামড় খেয়েছিলাম! যে কারণে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হয়েছিল।
প্রসঙ্গত, এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৩ উইকেট নিয়েছেন অর্জুন।