রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। কোমরে আড়ষ্টতা থাকার কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি এবং পাঁচ ম্যাচের একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক। টি-টোয়েন্টি সিরিজে হার্দিকের পরিবর্তে কাউকে দলে নেওয়া না হলেও পাঁচ ম্যাচের একদিনের সিরিজে তাঁর পরিবর্তে রবীন্দ্র জাদেজাকে দলে নেওয়া হয়েছে।
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার। এশিয়া কাপ ২০১৮-তে পাকিস্তান ম্যাচে পিঠে চোট পেয়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন এই ভারতীয় অলরাউন্ডার। তারপর দলে ফিরতে না ফিরতেই আবার মাঠের বাইরের বিতর্কে পড়তে হয়েছে নির্বাসনের কবলে।
পরে অবশ্য নিষেধাজ্ঞা তুলে নিলে নিউজিল্যান্ড সফরে উড়ে যান পাণ্ডিয়া। কিউইদের দেশে সিরিজেও খেলেন। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে কোমরের চোটের জন্য ছিটকে গেলেন তিনি। বোর্ডের মেডিক্যাল টিম আপাতত বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে(এনসিএ) রিহ্যাব করবেন আগামী সপ্তাহ থেকে।
রবিবার বিশাখাপত্তনমে টি-২০ সিরিজ দিয়ে ভারত সফর শুরু করবে অস্ট্রেলিয়া৷ টি-২০ সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ বেঙ্গালুরুতে ২৭ ফেব্রুয়ারি৷ সম্প্রতি ঘরের মাঠে ভারতের কাছে টেস্ট ও ওয়ানডে সিরিজ খুঁইয়ে ভারতে এসেছে অজিবাহিনী৷ দু’টি টি-২০ ছাড়াও পাঁচ ওয়ানডে সিরিজ খেলবে টিম কোহলি৷ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ ২ মার্চ হায়দরাবাদে৷ সিরিজের বাকি ম্যাচগুলি হবে যথাক্রমে নাগপুর, রাঁচি, মোহালি এবং দিল্লিতে৷