নতুন বছর জয় দিয়ে শুরু করেছে দুই ইউরোপিয়ান জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনা। প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে, কোপা দেল রে’তে বার্বাস্ত্রোকে হারিয়ে ষোলোয় জায়গা করে নিয়েছে বার্সেলোনা।
প্রিমিয়ার লিগের ম্যাচের শুরুতেই বেশ আক্রমণাত্মক ছিল সিটিজেনরা। মাত্র ১০ মিনিটের মাথায় সাভিনিওর শটে এগিয়ে যায় গার্দিওলা শিষ্যরা। প্রথমার্ধের শেষদিকে, হালান্ডের দুর্দান্ত হেডে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় সিটি। ২৬ অক্টোবরের পর ঘরের মাঠে প্রথম গোল পেলেন হালান্ড।
আরও পড়ুন: রাজনীতির শখ মিটে গেছে আফ্রিদির
দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে হালান্ডের দ্বিতীয় গোলের ৩ মিনিট পর স্কোর শিটে নাম লেখান ফিল ফোডেন। তবে শেষে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার দল।
অন্যদিকে, কোপা দেল রে’তে বার্বাস্ত্রোর বিপক্ষে ৪-০ গোলের বিশাল জয়ে, শেষ ষোল নিশ্চিত করে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।