ইনজুরি কাটিয়ে দুই মাস পর মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে ফেরাটা জয়ে রাঙাতে পারেননি তিনি। বিশ্বকাপে এখন পর্যন্ত যে দলটি চূড়ান্তপর্বেই খেলতে পারেনি, সেই ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মেসির দল। এদিনের ব্যর্থতার কারণ হিসেবে ভেজা মাঠকে কাঠগড়ায় তুলেছেন তিনি।
ভারী বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর ভেজা মাঠেই শুরু হয়েছিল খেলা। মাঠে থাকা গোড়ালি সমান পানির কারণে কোনো দলই ভালোভাবে খেলতে পারেনি। কর্দমাক্ত মাঠে শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
খেলা শেষে মাঠকে দোষারোপ করেন মেসি। মাঠের কন্ডিশন পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি বলে অভিযোগ করেন তিনি। একইসঙ্গে ভেনেজুয়েলার বিপক্ষে করা ড্র-কে ‘কুৎসিত’ বলে উল্লেখ করেন মেসি।
আরও পড়ুন: সুইমিং পুলে মিললো ফুটবলার জর্জ বলডকের মরদেহ
টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেছেন, ‘খুব কঠিন ছিল (খেলা)। এতে ম্যাচগুলো খুব কুৎসিত হয়ে যায়। আমরা টানা দুটি পাসও খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে ডান প্রান্তে কিছুটা খেলতে পেরেছি। কিন্তু এভাবে খেলা খুব কঠিন। খুব অল্পই খেলা সম্ভব হয়েছে। আমরা ড্র করেছি কারণ যা করতে চেয়েছি মাঠের কারণে সম্ভব হয়নি। প্রস্তুতির বাইরে অন্যভাবে খেলতে হয়েছে।’
মেসি আরও বলেন, ‘(আর্জেন্টিনার হয়ে) আবারও মাঠে নামতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। ক্লাবের হয়েও অনেক ম্যাচ মিস করেছি। ফিরতে পেরে ভালো লাগছে।’
এদিকে আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল বলেছেন, ‘আমরা ফুটবল খেলতে পারিনি।’ বুধবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৬টায় বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল।