কিউইদের মাটিতে এখনো পর্যন্ত কোনো ম্যাচ জেতা হয়নি টাইগারদের। আজ ভোরেই টাইগাররা কিউইদের বিপক্ষে হ্যামিল্টনে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে। যদিও সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশের শিকার হয়েছে , তবুও কেন উইলিয়ামসন টাইগারদের হালকাভাবে নিচ্ছেন না।
কিছুদিন আগেই শ্রীলংকা প্রোটিয়াদের তাদের নিজের মাটিতে হোয়াইট ওয়াশ করেছে।তাই তিনি লংকানদের উদাহরণ টেনে বলেছেন, ‘আমার মতে আন্তর্জাতিক ক্রিকেটে সব দলই সব দলকে হারানোর মতো ক্ষমতা রাখে।
তিনি আরো বলেন, ‘ আন্তর্জাতিক ক্রিকেটে কাউকেই হালকাভাবে নেয়া উচিত না। সব দলই হুমকি এখানে। বাংলাদেশ অনেক প্রতিভাবান একটি দল।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা গিয়ে টেস্ট সিরিজ জিতেছে শ্রীলংকা। তাও আবার তাদের ঘরের মাঠে। এটা একেবারেই কোনো সহজ ব্যাপার নয়। সব দলই সব দলকে হারানোর সামর্থ্য রাখে।’
বাংলাদেশ- নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হ্যামিল্টনের স্যাডন পার্কে বাংলাদেশ সময় ভোর ৪ টায়।