নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ওয়েস্টে ইন্ডিজ। আগামী ২২ নভেম্বর অ্যান্টিগায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৩০ নভেম্বর জ্যামাইকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। আর আসন্ন এই সিরিজের জন্য ওয়েস্টে ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জানা গেছে, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষের দিনই ওয়েস্টে ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করবে বিসিবি।
টেস্ট সিরিজ শেষে সেন্ট কিটসে যাবে দুই দল। সেখানে হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ৮ ডিসেম্বর হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি। দ্বিতীয় ম্যাচ হবে ১০ ডিসেম্বর। আর সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৯ নভেম্বর)
ওয়ানডে সিরিজের পর দুই দিনের বিরতির পর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৫ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ১৭ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ। আর সিরিজের শেষ ম্যাচটি ১৯ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে।