২৩ জুলাই পর্দা উঠবে ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্টের চতুর্থ আসরের। এই আসরে অংশ নিবে আট দল। এবার আসরের ড্রাফটে নাম লিখিয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান, তামিম ইকবালসহ বাংলাদেশের আরও ১৫ ক্রিকেটার। তবে ২০ মার্চ হওয়া ড্রাফটে বাংলাদেশের কোনো তারকাই দল পাননি।
শুধু এবারই নয়, এর আগেও হানড্রেডের কোনো আসরেই সাকিব আল হাসানকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল। শুধু সাকিবই নন, বড় অনেক আন্তর্জাতিক তারকাই এবার হানড্রেডে দল পাননি।
আরও পড়ুন: ১০০ বলের টুর্নামেন্টে বাবর-রিজওয়ান-আফ্রিদি
দল না পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের জেসন রয় ও মার্ক উড।
বাবর-রিজওয়ানকে কিনতে কেউ আগ্রহ না দেখালেও ড্রাফটে দল পেয়েছেন পাকিস্তানের দুই পেসার নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি। দল পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া অলরাউন্ডার ইমাদ ওয়াসিমও। সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার পাউন্ডে নাসিমকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। ১ লাখ পাউন্ডে আফ্রিদিকে নিয়েছে ওয়েলশ ফায়ার। একই দামে ইমাদকে নিয়েছে ট্রেন্ট রকস।