বুধবার খুলনা ও সিলেট ম্যাচ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ষষ্ঠ আসরে তৃতীয় পর্বের খেলা শেষ হয়েছে। শুক্রবার থেকে চিটাগংয়ে শুরু হচ্ছে চতুর্থ পর্বের খেলা। তবে তিন পর্ব শেষে সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকার আছেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান। তবে বোলিং ডিপার্টমেন্টের সেরা পাঁচটি আসন দখলে রয়েছে বাংলাদেশি বোলারদের।
ধারাবাহিক পারফরম্যান্স করে শীর্ষে আছেন রংপুর রাইডার্সের ব্যাটসম্যান রাইলি রুশো। ৮ ইনিংসে ৪টি অর্ধশতকে দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যানের সংগ্রহ ৩৫৯ রান। পরের স্থানে আছেন বাংলাদেশের মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। ৭ ইনিংসে ২৭৭ রান করেছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক। তিনটি অর্ধশতকে ডানহাতি এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ১৩৪.৪৬। একই সঙ্গে তিনটি ম্যাচেই ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতে।
সর্বোচ্চ রান:
০১. রাইলি রুশো (রংপুর রাইডার্স) রান- ৩৫৯ ইনিংস- ৮ সর্বোচ্চ- ৮৩
০২. মুশফিকুর রহিম (চিটাগং ভাইকিংস) রান-২৭৭ ইনিংস- ৮ সর্বোচ্চ- ৭৫
০৩. নিকোলাস পুরান (সিলেট সির্ক্সাস) রান- ২৭২ ইনিংস- ৮ সর্বোচ্চ-৭২
০৪. জুনায়েদ সিদ্দিকী (খুলনা টাইটান্স) রান- ২৪৯ ইনিংস- ৯ সর্বোচ্চ-৭০
০৫. ডেভিড ওয়ার্নার (সিলেট সির্ক্সাস) রান- ২২৩ ইনিংস- ৮ সর্বোচ্চ- ৬৩