আগামীকাল ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজে প্রধম ওয়ানডেতে হারের ফলে সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৪টায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে চ্যানেল নাইনের পর্দায়।
শনিবার একাদশে ব্যাটিং লাইন আপে পরিবর্তন আনার সম্ভাবনা নেই বাংলাদেশের। ক্রাইস্টচার্চের পিচ ব্যাটিং সহায়ক। তাই আগের একাদশই দ্বিতীয় ওয়ানডেতে নামাতে পারে নির্বাচকরা।
বোলিং লাইন আপে রুবেল ভালো অপশন। কিন্তু রুবেলকে একাদশে নিলে বাদ দিতে হবে সাইফউদ্দিনকে। কিন্তু প্রথম ম্যাচে দলের বিপর্যয়ের মুহূর্তে ব্যাট করতে নেমে ৪১ রান করেছিলেন সাইফউদ্দিন। তাই কোনো পরিবর্তন ছাড়াই এই ম্যাচে মাঠে নামার সম্ভাবনা বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।