নিউজিল্যান্ড সফরে সাকিব ও মুশফিকের অভাব বোধ করছে বাংলাদেশ দল। এই দুই ব্যাটসম্যানকে ছাড়াই প্রথম টেস্টে মাঠে নেমেছিল টাইগাররা। তবে দ্বিতীয় টেস্টের একাদশে ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারেন মুশফিকুর রহিম।
সোমবার নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সন্ধ্যায় প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগের ফাইনাল দেখতে এসেছিলেন মিরপুরে। সেখানে সাংবাদিকদের প্রশ্নে মুশফিকের ইনজুরি নিয়ে কথা বলেন তিনি।
তিনি বলেন, আজ সকালেও তার সঙ্গে কথা হয়েছে মুশফিকের। আজও মুশফিক জিমে গেছেন এবং প্র্যাকটিসও করেছেন।
দ্বিতীয় টেস্টের খেলার ইঙ্গিত দিয়ে পাপন বলেন, ‘আগে থেকেই ঠিক করা ছিল ও সুস্থবোধ করলে তৃতীয় টেস্ট খেলবে। কিন্তু আজকে(সোমবার) ওর কথা শুনে মনে হলো, ও অনেকটাই সুস্থ। আমি তাকে বলেছি, কোনো তাড়াহুড়া নেই। সামনে বিশ্বকাপ, তুমি যদি সুস্থ বোধ করো, তাহলে দ্বিতীয় টেস্ট খেলো। না হয় তৃতীয় টেস্ট।’