বৃহস্পতিবার অ্যান্টিগায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ক্যারিবিয়ান পেসার রোচ-গ্যাব্রিয়েলদের দাপটে প্রথম ইনিংসে ১৮৭ রানে অল আউট হয়েছিল ইংল্যান্ড। প্রত্যুত্তরে শুক্রবার দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ২৭২ রান তোলে। অর্থাৎ দ্বিতীয় দিনের শেষে গুরুত্বপূর্ণ ৮৫ রানে লিড ক্যারিবিয়ানদের।
১৮৭ রানের জবাবে ওপেনিং পার্টনারশিপে গুরুত্বপূর্ণ ৭০ রান তোলেন দুই ক্যারিবিয়ান ওপেনার। ৪৭ রানে ক্যাম্পবেল আউট হওয়া। যদিও ইনিংসটিতে একাধিকবার জীবন দান পেয়েছেন ইংলিশ ফিল্ডারদের হাতে।
ক্যাম্পবেলের বিদায়ের পর হোপের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৩ রান যোগ করে ব্যক্তিগত ৪৯ রানে ফেরেন ব্রেথওয়েট। এরপর ৪৪ রানে আউট হন হোপ, মাত্র ৪ রানে চেসকে সাজঘরে ফেরান ব্রড। শিমরন হেটমায়ার ২১ এবং শেন ডাওরিচ ৩১ রান করেন।
দিনের শেষে ব্র্যাভো-হোল্ডারের অবিভক্ত ৫০ রানের পার্টনারশিপ হতাশা আরও বাড়িয়ে দেয় অ্যান্ডারসন-ব্রডদের। চার ঘন্টা ক্রিজে থেকে দিনের শেষে ৩৩ রানে অপরাজিত ব্র্যাভো। দিনের শেষে অধিনায়ক অপরাজিত রয়েছেন ১৯ রানে। তৃতীয়দিন লিডের অঙ্ক বাড়িয়ে নিয়ে হোল্ডার অ্যান্ড কোম্পানি সিরিজ জয়ের দিকে এগিয়ে যেতে পারে কিনা, এখন সেটাই দেখার বিষয়।
প্রথম টেস্টে মাঠের বাইরে থাকা ব্রডেই সবচেয়ে উজ্জ্বল ইংরেজ বোলিং বিভাগে। ব্রডের ৩ উইকেটের পাশাপাশি মূল্যবান দু’টি উইকেট গিয়েছে স্পিনার মইন আলির দখলে। ক্যাম্পবেলকে ফিরিয়ে দিনের প্রথম ঝটকাটা দিয়েছিলেন স্টোকস।