নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তবে টপ অর্ডারের ব্যাটিং বিপর্যয়ের চাপে পড়েছে বাংলাদেশ।
টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৪২ রান তুলতেই হারায় ৪ উইকেট। তামিম ইকবাল (৫), লিটন দাস (১) ও মুশফিকুর রহিম (৫) আউট হন। ২২ বলে ৩০ রান করে বিদায় নেন সৌম্য।
পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ ও মিঠুন কিছুটা প্রতিরোধ গেড়ে তোলেন। তবে দলীয় ৭১ রানে মাহমুদউল্লাহকে ফিরিয়ে এই জুুটিতে প্রতিরোধ গড়েন ফারগুরসন। রিয়াদ করে ১৩ রান। বিপর্যয় সামাল দিতে আসা সাব্বির ফেরেন দলীয় ৯৪ রানে। তিনিও ১৩ রান করে স্ট্যাম্পড হন স্যান্টনারের বলে।
সপ্তম উইকেটে মিরাজের সঙ্গ পান মিঠুন। এই জুটিতে আসে ৩৭ রান। যেখানে ২৭ বল থেকে একাই ২৬ রান করেন মিরাজ। দলীয় ১৩১ রানের সময় মিরাজকে প্যাভিলনে ফেরত পাঠান স্যান্টনার।
এখন ক্রিজে বাংলাদেশের ইনিংসে লম্বা করার চেষ্টায় আছেন মিঠুন ও অলরাউন্ডার সাইফুদ্দিন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই জুটিতে তারা ১৭ রান তুলেছে। ক্রিজে ৫৪ বল থেকে ৩৬ রান নিয়ে ব্যাট করছেন মিঠুন। আর ১৭ বল থেকে ৭ রানে অপরাজিত আছেন সাইফ। ৩৩ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫০ রান।