প্রথম ফরাসি ক্লাব হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে জয়ের নজির গড়ল প্যারিস সেন্ট জার্মেইন। মঙ্গলবার রাতে নেইমার ও কাভানিকে ছাড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারাল প্যারিসের ক্লাবটি।
পিএসজির ইতিহাস গড়ার ম্যাচে ম্যাচের প্রথমার্ধে দেখা যায় সাদামাটা ফুটবল। দুটি দলের কেউই তেমন কোনও সুযোগ তৈরি করতে পারেনি। প্রথমার্ধে ম্যাচ গোল শূন্য ড্র থাকলেও ছিল ফাউলের ছড়াছড়ি৷ প্রধমার্ধেই মোট ১৩ বার ফাউলের বাঁশি বাজান রেফারি। পাঁচ জন হলুদ কার্ড দেখেন৷ এর মধ্যে পিএসজি-র তিন জন।
বিরতির আগে একমাত্র উল্লেখযোগ্য ঘটনা ঘটে ৩৯ মিনিটে। বল দখলের লড়াইয়ে অ্যাশলি ইয়ং পিএসজি-র ডি মারিয়াকে ধাক্কা দিলে হাতে ব্যথা পান আর্জেন্টাইন তারকা। এই ঘটনায় দু’দলের খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। কিছুক্ষণ পর মাঠে ফেরেন ডি মারিয়া। আর আগেই হলুদ কার্ড দেখা ইয়ং-কে সতর্ক করে ছেড়ে দেন রেফারি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৩ মিনিটে এঞ্জেলো ডি মারিয়ার কর্নারেই থেকে পিএসজিকে এগিয়ে নেন ফরাসি ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে। এগিয়ে গিয়ে ইউনাইটেড রক্ষণে আরও চাপ বাড়ায় পিএসজি। ৬০ মিনিটে ডি মারিয়ার ক্রস থেকে প্লেসিং শটে গোল করে পিএসজির হয়ে ব্যবধান বাড়ান কিলিয়ানো এমবাপে। ম্যাচের শেষ দিকে দানি আলভেজকে অকারণে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পগবা। ততক্ষণে অবশ্য ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে।
ওলে গানার সোলসজায়ারের অধীনে ইউনাইটেড প্রথম হারের স্বাদ পেল। ১১ ম্যাচ পরে ইউরোপ সেরার আসরেই ছন্দপতন রেড ডেভিলসদের। লুইস ফন গালের পর দ্বিতীয় ইউনাইটেড কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম ম্যাচেই হারলেন তিনি।
৬ মার্চ ফিরতি লেগে পিএসজির মাঠে পল পগবাকে ছাড়াই খেলতে হবে ইউনাইটেডকে।