ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব পেয়েও ব্যাটে-বলে পারফর্ম করতে পারেননি ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আর আইপিএলে চরম বাজে পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ দলে তাকে রাখা হবে কিনা তা নিয়ে ছিল জল্পনা-কল্পনা।’
তবে শেষ পর্যন্ত তাকে নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করেছে ভারত। তাই তো কঠিন সময় গেলেও নিজেকে মানসিকভাবে চাঙ্গা রাখার চেষ্টা করছেন তিনি। বয়স ৩০ হলেও নিজেকে ১৬ বছরের যুবক ভেবেই সামনে এগোতে চান হার্দিক।
সম্প্রতি স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে হার্দিক বলেছেন, ‘এখন ৩০ বছর বয়সে হার্দিক পান্ডিয়ার কাজ আমার ১৬ বছর বয়সের তুলনায় অনেক সহজ। তাই আমি আমার মধ্যে ১৬ বছর বয়সি ছেলেটিকে খুঁজি এবং তাকে জিজ্ঞাসা করি আপনি এটি কীভাবে করেছিলেন, কেন করেছিলেন, তখন তো আমার সুযোগ-সুবিধাও ছিল না।’
আরও পড়ুন: আমরা এখানে ট্রফি জিততে এসেছি: এইডেন মার্করাম
হার্দিক আরও বলেন, ‘কঠোর পরিশ্রম আমাকে সুযোগ করে দিয়েছে এবং আমার জন্য দরজা খুলে দিয়েছে। আমি এখন ভালো জায়গায় আছি (যেখানে) আমি এটা ১৬ বছর বয়সি হার্দককে জিজ্ঞাসা করি – কারণ সে আমার আসল অনুপ্রেরণা, কারণ সেই লোকটি যদি স্টেজ সেট না করত তবে আমি সম্ভবত এখানে থাকতাম না। অবশেষে, আমি বিশ্বাস করি, আপনাকে যুদ্ধে থাকতে হবে। কখনও কখনও জীবন আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে যেখানে জিনিসগুলি কঠিন হয়ে যায়। কিন্তু আমি বিশ্বাস করি যে, আপনি যদি খেলা বা মাঠ যেখানেই যুদ্ধটি ছেড়ে যান, আপনি যা পাওয়ার সেটা পাবেন না।’
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৬০ রানে জয় পেয়েছে ভারত। আর জয়ের এই ম্যাচে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন হার্দিক। এই ইনিংস দিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।
বিডি স্পোর্টস নিউজ/জেএ