নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পর্ষদের ১১ পরিচালক পদচ্যুত হয়েছেন।
বুধবার (৩০ অক্টোবর) বিসিবি পরিচালক পর্ষদের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বোর্ড পরিচালক পদ থেকে পাপনকে সরিয়ে দেওয়া হয়েছে।
পদ হারানো বাকি ১০ জন হলেন- আ জ ম নাসির, শেখ সোহেল, মঞ্জুর কাদের, আহমেদ নজিব, ইসমাইল হায়দার মল্লিক, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, সফিউল আলম চৌধুরী নাদেল, তানভির আহমেদ টিটু, ওবায়েদ নিজাম ও গাজী গোলাম মোর্তজা পাপ্পা।
আরও পড়ুন: ফের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
প্রসঙ্গত, শুরু থেকেই জানানো হয়েছিল বিনা নোটিশে টানা তিন বোর্ড মিটিংয়ে উপস্থিত না থাকলে বোর্ড পরিচালক পদ থাকবে না। সেই সিদ্ধান্ত অনুযায়ী বিসিবির ১১ পরিচালকে পদচুত্য করা হয়েছে।