জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পাকিস্তান সুপার লীগের(পিএসএল) চতুর্থ আসরের পর্দা উঠেছ বৃহস্পতিবার রাতে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। এই ম্যাচে ৪ বল ও ৫ উইকেটে হাতে রেখে ডি ভিলিয়ার্সের লাহোরকে হারিয়েছে মোহাম্মদ সামির দল ইসলামাবাদ।
টসে হেরে ব্যাট করতে নেমে লাহোর কালান্দার্সকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার ফখর জামান এবং সোহেল আকতার। উদ্ধোধনী জুটিতে ৯৭ রানের জুটি গড়ার পর ৩৭ করে ফিরে যান সোহেল আকতার। অন্য ওপেনার ফখর জামান তুলে নেন দুর্দান্ত অর্ধশতক। ৪৪ বলে তার ৬৫ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে লাহোর কালান্দার্স। ডি ভিলিয়ার্স করেন ২৪(১৭) রান। ২৪ রানে ২ উইকেট নেন ফাহিম আশরাফ।
জবাবে ব্যাট করতে নেমে আসিফ আলী আর ফাহিম আশরাফের ঝড়ো ব্যাটিংয়ে ১৯.২ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় ইসলামাবাদ ইউনাইটেড। আসিফ আলী ৩৬(১৯)* এবং ফাহিম আশরাফ ২৩(১১)* রানে অপরাজিত থাকেন।
এছাড়া প্রথম দিকে রিজওয়ান হাসান ১৫ বলে ১৫। কিউই ব্যাটসম্যানস লুক রনকি ১৭ বলে ২৭ রান করেন। ক্যামেরন ডেলপোর্ট আউট হন ২১ রান করে।
লাহোরের হয়ে ২৯ রানে ৪ উইকেট নেন রাহাত আলী। ম্যাচ শেষে সেরার পুরস্কার তুলে দেয়া হয় ফাহিম আশরাফের হাতে।