কাতার বিশ্বকাপের দ্বিতীয় দিনে সৌদি আরবের সঙ্গে ১-২ গোলে হেরেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
লিওনেল মেসির দলের এমন পরাজয়ে হতভম্ব গোটা ফুটবল দুনিয়া। সেই দুঃখের রেশ এসেছে বাংলাদেশেও। সাধারণ জনতা থেকে শুরু করে তারকা, বাদ যায়নি কেউই। আর্জেন্টিনার এই পরাজয় নাড়া দিয়েছে সবাইকেই।
আর্জেন্টাইন ভক্তদের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন ব্রাজিল সমর্থকরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন এসময়ের আলোচিত ও জনপ্রিয় তারকা শরিফুল রাজ ও পরীমনি।
আরও পড়ুন: প্রিয়জন হারালেন তামিম ইকবাল
পরীমনি আর্জেন্টিনার সমর্থক। সৌদি আরবের সাথে তার প্রিয় দলের পরাজয় মর্মাহত এই অভিনেত্রী। অন্যদিকে নিজে ব্রাজিল সমর্থক হওয়া স্বত্বেও এবার তার দুঃখ কিছুটা হলেও ঘুচানোর চেষ্টা করেছেন তার স্বামী শরিফুল রাজ।
আর্জেন্টিনার জার্সি পরা রাজের একটি ছবি পরীমনি তার ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, উনি ব্রাজিল সাপোর্টার, মানে ঘোর ব্রাজিল যাকে বলে। কিন্তু সে আজ আমার দুঃখ কমাতে আর্জেন্টিনার পরে ফেলছে। কেমনডা লাগে!