গত বছর নিরাপত্তা হুমকির অজুহাত দিয়ে পাকিস্তান সফরের মাঝপথে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ক্রিকেট দল। অবশেষে এতদিন পরে সেই ‘ভুলের জন্য’ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ক্ষতিপূরণ দিলো নিউজিল্যান্ড ক্রিকেট।
সফরে ৩টি ওয়ানডে খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু ১টি ম্যাচ শেষ হওয়ার পরই নিরাপত্তা হুমকির উড়ো খবরে সফর বাতিল করে কিউইরা। এতে করে আর্থিক ক্ষতির মুখে পড়ে পিসিবি।
আরও পড়ুন: ম্যাথু ওয়েডকে শাস্তি দিল বিসিসিআই
ওই ঘটনার পর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছিল পিসিবি। তবে পরে কিউই বোর্ড তাদের ভুলের জন্য ক্ষমা চায়। ক্ষতিপূরণ দেওয়ারও আশ্বাস দেয়।
অবশেষে পিসিবিকে ক্ষতিপূরণ বুঝিয়ে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে ক্ষতিপূরণের অঙ্কটা কত, সেটা প্রকাশ করতে রাজি হয়নি দুই বোর্ড।
বিডি স্পোর্টস নিউজ/জেএ