কাশ্মীরের পুলওয়ামার ঘটনার পর বেশ কিছুদিন ধরেই ভারত-পাকিস্তান একে অপরকে নানাভৱে বিদ্রুপ করে যাচ্ছে। শুধু তাই নয় এই জঙ্গি হামলা নিয়ে দু’দেশের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। আর এই সংঘর্ষের জের ধরেই পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল) পেরিয়ে বিমান হামলা চালিয়েছে ভারত।আজ ভোরে পাকিস্তানের জয়েশ-ই-মুহাম্মদ, হিজবুল্লাহ মুজাহেদিন ও লস্কর-ই-তাইয়েবার স্থাপনায় হামলা চালান দেশটির বায়ুসেনারা।
আর তাতেই ভারতীয় ক্রীড়াঙ্গনের বড় বড় তারকারা এই বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চমানের ব্যাটসম্যান হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত শচীন টেন্ডুলকার এই হামলার পর টুইট করেন, ‘আমাদের ভালোমানুষি কে কখনোই দুর্বলতা মনে করা উচিত নয়। ভারতীয় বিমানবাহিনীকে কুর্নিশ। জয় হিন্দ।’ টেন্ডুলকারের একসময়ের জাতীয় দল সতীর্থ বীরেন্দর শেবাগ আবার একটু ঘুরিয়ে-পেঁচিয়ে বলতে ভালোবাসেন। হামলার পর শেবাগ টুইট করেন, ‘আমাদের ছেলেরা সত্যিই ভালো খেলেছে।’ ভারতের বর্তমান দলটির ওপেনার শিখর ধাওয়ানও টুইট করেন, ‘ভারতীয় সেনাবাহিনী সময়মতো যে সাহস ও শৌর্য দেখিয়েছে সে জন্য তাঁদের কুর্নিশ।’