না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। শনিবার (২৩ মার্চ) লাহোরে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পিসিবি এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
পিসিবির বিবৃতিতে বলা হয়, ‘লাহোরে আজ সকালে সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খানের মৃত্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, বোর্ড পরিচালনা পর্ষদ এবং অন্যান্য কর্মীরা গভীর শোকাহত। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর…শাহরিয়ার খানের পরিবারের প্রতি হৃদয় নিংড়ানো সমবেদনা জানাচ্ছে পিসিবি। সর্বশেষ দশকে পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে আনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।’
আরও পড়ুন: সাকিব আল হাসানের জন্মদিন আজ
২০০৩ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত প্রথম মেয়াদ এবং ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৭ সালের আগস্ট পর্যন্ত দ্বিতীয় মেয়াদে পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন শাহরিয়ার খান। এছাড়া ১৯৯৯ সালে ভারত সফর এবং ২০০৩ বিশ্বকাপে পাকিস্তান দলের ম্যানেজারের দায়িত্বেও ছিলেন তিনি।
পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি তার বিবৃতিতে বলেছেন, ‘সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খানের মৃত্যুতে পিসিবির পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি ভালো প্রশাসক ছিলেন…বোর্ডপ্রধান হিসেবে প্রশংসনীয় ভূমিকার জন্য পাকিস্তান ক্রিকেট তাঁর কাছে চিরকালের ঋণী।’