পেনাল্টিতে গোল করার ক্ষেত্রে যার জুড়ি মেলা কঠিন সেই ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টি গোলের এক দারুন রেকর্ড করে ফেললেন। শুধুমাত্র পেনাল্টি থেকে গোল করে ক্যারিয়ারের মোট গোল সংখ্যার ১০০ গোল করে ফেললেন এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
শনিবার ভালেন্সিয়ার মাঠে ৪-১ ব্যবধানের বিশাল জয়ের ম্যাচে পেনাল্টি থেকে দুটি গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের শুরুতে ডি বক্সের ভেতরে নিজে ফাউলের শিকার হয়ে পেনাল্টি পায় রিয়াল। যাতে সফল ভাবে গোল করতে সক্ষম হন রোনালদো। তারপর ম্যাচের বিরতীর আগে করিম বেনজেমা ফাউলের শিকার হলে আবারও পেনাল্টি পায় রিয়াল এবং এবারও রোনালদোর শট লক্ষভ্রষ্ট করতে সক্ষম হয়নি গোলকীপার।
প্রথম গোলটি এই পর্তুগিজ তারকার ১০০ তম পেনাল্টি গোল বা স্পট কিক ছিল আর পরেরটি ছিল ১০১ তম স্পট কিক।
এই ১০১ টি সফল পেনাল্টি কিকের মধ্যে রোনালদো ৯৪টি গোল করেন ক্লাবের হয়ে আর বাকি ৭টি গোল করেন জাতীয় দলের হয়ে।