আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যেকার প্রথম টেস্ট ম্যাচ। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
এ ম্যাচে স্টেডিয়ামে ৫ হাজার দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেভাবেই টিকিট বাজারে ছেড়েছে বিসিবি।
কিন্তু মজার ব্যাপার হলো টিকিটে উল্লেখ করা সময় অনুযায়ী ম্যাচ শুরু হবে রাত ১০ টায়!
টিকেটের গায়ে দেখা যায়, ম্যাচের সময়ের জায়গায় ১০ এএম এর পরিবর্তে লেখা ১০ পিএম। ম্যাচ শুরুর সূচির সঙ্গে টিকিটে দেয়া সূচির পার্থক্য পুরো ১২ ঘণ্টা। এএম ও পিএমে তালগোল পাকিয়ে টিকিটে এমন ভুল করেছে বিসিবি।
Koto dong