নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভক্ত-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের নতুন বছরে শুভেচ্ছা জানিয়েছে।
শুভেচ্ছা বার্তায় বাফুফে লিখেছে, ‘সবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যি দুর্দান্ত। আশা করি, নতুন বছর ২০২৫ আগের চেয়ে অনেক বেশি অর্জনে সমৃদ্ধ করবে দেশের ফুটবলকে। অসংখ্য সাফল্য এসে ধরা দেবে। ভক্তদের সঙ্গে মিলে আমরা আমাদের আনন্দ উদযাপন অব্যাহত রাখতে পারব বছরব্যাপী। সবার জন্য সমৃদ্ধি ও ইচ্ছেপূরণের বছর হোক এটি।’
আরও পড়ুন: ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা
দেশের ফুটবলে নারীরা আলো ছড়িয়েছেন ২০২৪ সালে। সেই ধারা অব্যাহত রাখতে চান সামনের দিনগুলোতেও। তাদের প্রতি আস্থা আছে সবার। ফুটবলে এ বছর বাংলাদেশ আশার আলো দেখবে হামজা চৌধুরীকে ঘিরে। ইংলিশ বংশোদ্ভুত এই ফুটবলারের বাংলাদেশের জার্সিতে খেলতে কোনো বাধা নেই। অপেক্ষা শুধু মাঠে নামার।