কাতালান ক্লাবটির সঙ্গে মাশ্চেরানোর সম্পর্ক বেশ পুরোনো, দীর্ঘ সাতটি বছর কাটিয়েছেন বার্সেলোনার জার্সি গায়ে। খেলেছেন বিশ্বের সেরা সব খেলোয়াড়ের সঙ্গে। জিতেছেন সম্ভাব্য সবগুলো শিরোপাই। অবশেষে ক্লাবের ওয়েবসাইটে ৩৩ বছর বয়সি এই খেলোয়াড়ের দল ছাড়ার বিষয়ে নিশ্চিত করা হয়।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলা হাভিয়ের মাশ্চেরানো তার ক্যারিয়ার শুরু করেন আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের হয়ে।২০০৫ সালে তিনি ব্রাজিলীয় ক্লাব করিন্থিয়ান্সে যোগ দেন। এরপর তিনি ইউরোপে চলে আসেন এবং প্রিমিয়ার লীগের দল ওয়েস্ট হ্যামে যোগ দেন, তারপর ২০০৭ সালে তিনি ধারে যোগ দেন লিভারপুলে। এরপর ২০১০ সালের ২৮ আগস্ট তিনি বার্সেলোনায় নাম লেখান। বার্সার হয়ে সাতটি মৌসুম খেলে ১৮ টি শিরোপার পাশাপাশি ২ টি চ্যাম্পিয়ন্স লীগ জেতেন তিনি।