শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে বিপিএল ষষ্ঠ আসরের পর্দা নেমেছে। গেল এই আসরে দেশি বিদেশি ক্রিকেটারদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে বিপিএল সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকইনফো।
তাদের ঘোষিত একাদশে ঢাকা ডায়নামাইটস এর আছে ৪ জন, রংপুর রাইডার্স এর ৩, চিটাগাং ভাইকিংস থেকে ২ এবং সিলেট ও কুমিল্লা থেকে আছেন ১ জন করে খেলোয়াড়। ক্রিকইনফোর করা সেরা একাদশে সুযোগ পাননি খুলনা বা রাজশাহীর কোনো খেলোয়াড়।
ঘোষিত একাদশে অধিনায়ক করা হয়েছে তামিম ইকবালকে। যদিও তিনি এই আসরে অফিসিয়ালি কোনো ম্যাচেই নিজের দলকে নেতৃত্ব দেননি।
ক্রিকইনফোর দেওয়া সেরা একাদশঃ-
১.তামিম ইকবাল (অধিনায়ক)
২. সুনিল নারিন
৩. এবি ডি ভিলিয়ার্স
৪. ইয়াসির আলি
৫. রাইলি রুশো
৬. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)
৭. সাকিব আল হাসান
৮. আন্দ্রে রাসেল
৯. মাশরাফি বিন মর্তুজা
১০. তাসকিন আহমেদ
১১. রুবেল হোসেন