মঙ্গলবার ভারতের নাগপুরে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বিরাট কোহলির দল। এই ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচেই অসাধারণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছে ভারতীয় দল।
ওয়ানডে ক্রিকেটে পাঁচশ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ভারতীয় দল। ১৯৭৪ সাল থেকে একদিনের ক্রিকেট খেলছে ভারত। এখনও পর্যন্ত মোট ৯৬২ ম্যাচ খেলেছে। তার মধ্যে ৪৯৯টিতে জিতেছে টিম ইন্ডিয়া। হেরেছে ৪১৪টিতে। নিষ্পত্তি হয়নি নয়টি ম্যাচের ফল। আজ নাগপুরে জিতলে তাই ৫০০ ওয়ানডে ম্যাচ জয়ের মাইলফলকে পৌঁছে যাবে ভারত।
ভারতের আগে একমাত্র দল হিসেবে ক্রিকেট বিশ্বে শুধু অস্ট্রেলিয়ারই এই কৃতিত্ব রয়েছে। একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার। মোট ৯২৩ ম্যাচ খেলে অজিরা জিতেছে ৫৫৮টিতে। আজ ভারত দাঁড়িয়ে আছে দ্বিতীয় দল হিসেবে ৫০০ জয়ের সামনে।