8.7 C
New York
Friday, March 29, 2024

Buy now

‘ভারতের অহংকার দেখে মনে হয় তারা ক্রিকেটের মহাশক্তি’

এশিয়া কাপ নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে টানাপোড়েন। এবারের আয়োজক পাকিস্তান হলেও সেখানে যেতে নারাজ ভারত।

বিষয়টি নিয়ে ‘টাইমস রেডিও’কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘ভারত ও পাকিস্তানের সম্পর্ক দুঃখজনক। ভারত এমন অহঙ্কার দেখায় যেন তারা ক্রিকেটবিশ্বের মহাশক্তি। ভারত ক্রিকেট খেলে গোটা বিশ্ব থেকে অনেক টাকা মুনাফা করে। তাই হয়তো তারা প্রতিপক্ষ দল কে হবে, সেটা ইচ্ছে অনুযায়ী বেছে নিতে পারে। ক্রিকেটের মহাশক্তি বলেই হয়তো তাদের এত অহঙ্কার।’

আরও পড়ুন: মাঠকর্মীদের উপহার দিলেন সাকিব

ইমরান অভিযোগ করে বলেন, ‘এটা আমার কাছে খুব অদ্ভুত লাগে। কারণ, ভারত ইচ্ছাকৃতভাবে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে এই আচরণ (আইপিএলে সুযোগ না দেওয়া) করে থাকে। এটা তাদের অহংকারের বহিঃপ্রকাশ।’

তবে পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে খুব একটা চিন্তিত নন ইমরান। তিনি আরও বলেন, ‘যদি ভারত কোনোদিন পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএলে খেলতে না-ও দেয়, তাহলে সেটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। পাকিস্তানে অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটার আছে।’

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles