ইংল্যান্ড বিশ্বকাপ মাঠে গড়াতে আর বাকি আছে মাত্র ৮৬ দিন। তবে বিশ্বকাপ শুরুর প্রায় তিন মাস আগেই ২০১৯ বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এটি পুরনো খবর। তবে বিশ্বকাপে ভারতের পরিহীত জার্সিতে থাকছে এক ভিন্ন ধরণের মর্যাদা।
৩০ মে ইংল্যান্ডের মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের ১২তম আসর। এই আসরে জন্য গেল সপ্তাহের জন্য নতুর জার্সি প্রকাশ করেছে ভারতীয় বোর্ড বিসিসিআই। নতুন জার্সি গায়ে পড়ে এর মধ্যেই ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলতে নেমে গেছে তারা।
কোহলিদের এবারের বিশ্বকাপ জার্সিতে রয়েছে নতুন চমক৷ দুই ফরম্যাট মিলিয়ে ভারতের তিনবার বিশ্বকাপ জয়ের জন্য থ্রি স্টার যেমন থাকছে, পাশাপাশি এবার জার্সির কলারের নিচে তিনবারের বিশ্বকাপ জয়ের দিনের উল্লেখ থাকছে৷ তিন বিশ্বকাপ জয়ের দিন লেখা জার্সিই ইংল্যান্ডের মাটিতে কোহলিদের নতুন করে তাতাবে বলে মনে করছে ক্রিকেটমহল৷
শুধু তাই নয়, প্রতিটি বিশ্বকাপ জয়ের দিন-ক্ষণ উল্লেখ রয়েছে বিরাটদের জার্সিতে। থাকবে ভারতের জেতা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের স্কোরকার্ডও।