বিপিএলের ষষ্ঠ আসরে প্রথম দু’দিন চার ম্যাচের পর আজ ছিলো বিরতী। তাই ক্রিকেটাররা এই সময়টাতে নিয়েদের আরো ঝালিয়ে নিয়েছেন। তবে সেই সুযোগ পেলেন না ঢাকা ডায়নামাইটসের খেলোয়াড় নুরুল হাসান সোহান। ৭ জানুয়ারি সোমবার হোটেলের সিড়ি বেয়ে নামার সময় মাথায় আঘাত পেয়েছেন।
ইনজুরি তালিকায় যুক্ত হওয়া অন্য ক্রিকেটারের নাম অনুদ্ধ ১৯ দলের তরুণ পেসার কাজী অনিক। বিসিবি সূত্র থেকে জানা গেছে, টিম হোটেলের সিড়ি দিয়ে নামার সময় পা পিছলে পরে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি।মাথায় আঘাত প্রাপ্ত স্থানে ৪টি সেলাই দিয়ে ব্যান্ডেজ করা হয়েছে।
তবে স্বস্তির খবর, মিরপুর একাডেমিতে অনুশীলন সেশনে দেখা গেছে তাকে। এদিকে ঢাকার ইনজুরি তালিকায় থাকা অন্য ক্রিকেটার অনিক। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এই ক্রিকেটার মোটর সাইকেল দূরঘটনার পর আজ বিসিবির ফিজিওর সঙ্গে দেখা করতে আসেন। তবে ফিজিও তাকে কোনো সুসংবাদ দিতে পারেন।
চলতি আসরে তার মাঠে নামা অনিশ্চিত। বিপিএল পঞ্চম আসরে অনিক রাজশাহী কিংসের হয়ে খেলছিলেন। সে আসরে রাজশাহী কিংসের হয়ে নিজের প্রথম ম্যাচেই ৫ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি।