শনিবার পাকিস্তান প্রিমিয়ার লিগে ম্যাচের পর দ্বন্দ্বে জড়ালো দুই দলের ম্যানেজমেন্ট। কারচি কিংস ও লাহোর কান্দার্সের মধ্যকার ম্যাচে ২২ রানে জয় পায় লাহোর। এই ম্যাচ শেষ হওয়ার পর পরই মাঠের বাইরে কথার দ্বন্দ্বে জড়ায় দুই দলের টিম ম্যানেজমেন্ট।
লাহের ২২ রানে জয়ের পর শুরু হয় বিতর্কের। যা শেষ অবধি মিমাংশার জন্য দুই দল অভিযোগ জানায় পিএসএল ম্যানেজম্যান্টের কাছে।
পিএসএল করাচি কিংস অভিযোগ করেছে, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসে ছিলেন লাহোর কালান্দার্সের একজন। যিনি বাজে ভাষা ব্যবহার করেছেন। একইসঙ্গে লাহোর কালান্দার্সের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, করাচি দলের সিনিয়র ম্যানেজম্যান্ট বাজে ব্যবহার করেছেন।
‘বিবিসি উর্দু’র প্রতিবেদনে জানানো হয়েছে, দুই দলের ফ্রাঞ্চাইজিই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে।
করাচির সালমান ইকবাল বলেছেন, ‘এটা ভারত-পাকিস্তান ম্যাচ নয়। এটা আমাদের নিজস্ব লিগ। এখানে ভদ্রতা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ।’
লাহোরের ম্যানেজার সামিন রানাও টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে অভিযোগ দিয়েছেন বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উর্ধ্বতন এক কর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, পুলওয়ামায় ভারতীয় নিরাপত্তা বাহিনী ‘সিআরপিএফ’ এর উপর হামলায় ভারতের ৪৪ জন জওয়ান নিহত হওয়ার ঘটনায় এই লিগ সম্প্রচার বন্ধ করে দিয়েছে ইএসপিএন সহ ভারতের সংবাদ সংস্থা।