-1 C
New York
Saturday, December 14, 2024

Buy now

মাহমুদউল্লাহ-মিরাজের প্রশংসা করে যা বললেন ফিল সিমন্স

আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। এই সিরিজের প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা। তবে শেষ হাসিটা হাসতে পারেনি তারা। কিন্তু হারের ম্যাচে রেকর্ড করেছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ-মাহমুদউল্লাহ রিয়াদের জুটি।

অঘোষিত ফাইনালে ১৪৫ রানের জুটি গড়েছিল মাহমুদউল্লাহ ও মিরাজ। এই জুটি গড়তে তারা খরচ করেছেন ১৮৮ বল। এদিন অর্ধশতক হাঁকাতে মিরাজ খরচ করেন ১০৬ বলে, যা বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় ধীরগতির অর্ধশতক। এমনকি এটি ছিল শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১২ নভেম্বর)

ম্যাচ শেষে বাংলাদেশের কোচ ফিল সিমন্স মাহমুদউল্লাহ ও মিরাজের প্রশংসা করে বলেন, ‘আসলে তাদের (রিয়াদ-মিরাজের) জুটিটা ভালো হয়েছে। শুরুর দিকটায় ভালোই করছিল। ক্রিজে সেট হয়ে গেল। জুটি গড়তে গেলে অনেক সময় এরকমটা হয়ে থাকে। সে যখন স্লো খেলছিল মাহমুদউল্লাহ তখন চালিয়ে খেলেছে। ফলে তাদের জুটিটা ভালো হয়েছিল।’

প্রথম দুই ম্যাচে ভালো না করলেও শেষ ম্যাচে দারুণ এক ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। তার প্রশংসা করে সিমন্স বলেন, ‘দুর্দান্ত ইনিংস। প্রথম দুই ইনিংসে সে রান পায়নি। তবে আজকে এক প্রান্তে দাঁড়িয়ে খেলে গেছে। সে যখন সেট হয়ে গেল এরপর বেশ সহজেই রান তুলেছে। ফলে আমার কাছে মনে হয় দারুণ ইনিংস ছিল।’

আরও পড়ুন: প্যারাগুয়েতে মেসি ও আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ‍

ম্যাচ হারের বিষয়ে নতুন এই কোচ বলেন, ‘আসলে যখন (আজমতউল্লাহ) ওমরজাই আসল, তারা জুটি গড়তে শুরু করল। ভালো দুইজন ব্যাটার, ফলে তখন যদি উইকেট নিতে না পারেন তাহলে তো জুটি বড় হবেই। যা পরে ম্যাচটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে।’

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles