আগামী বছর ১৫ জুন থেকে ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ। বিশ্বের সব দেশের লিগ মিলিয়ে মোট ৩২টি ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেবে। এবারের এ প্রতিযোগিতা হবে আমেরিকায়। আয়োজক দেশের ক্লাব হিসেবে খেলবে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি।
ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এ বিষয়ে বলেছেন, ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ডে দুর্দান্ত খেলে ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মায়ামি। বিশ্বের অন্যতম সেরা ক্লাব এটি। আয়োজক দেশের প্রতিনিধি হিসেবে ওদের নাম ঘোষণা করতে পেরে আমি গর্বিত।
আরও পড়ুন: নেইমারকে চাই না, এটা মেডিকেল বিভাগ নয়: লেইলা পেরেইরা
মূলত, ক্লাব বিশ্বকাপে আয়োজক দেশের লিগের চ্যাম্পিয়ন ক্লাব সুযোগ পায়। এবারের মেজর লিগ সকারে প্লে অফ থেকে বাদ গেছে মায়ামি। ফলে মেজর সকার লিগ কাপ জেতার সুযোগ তাদের নেই। কিন্তু গ্রুপ পর্বে ৩৪টি ম্যাচে রেকর্ড ৭৪ পয়েন্ট পেয়েছে তারা। সেই কারণে তাদের ক্লাব বিশ্বকাপে জায়গা দেওয়া হয়েছে।
তবে ফিফার এমন সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়েছে। সমালোচকদের অভিযোগ মেসির মুখ ব্যবহার করে ব্যবসার জন্য ফিফা নিয়ম ভেঙে এই কাজ করেছে। ২০২২ কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ জিতে আমেরিকার প্রথম ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপে খেলেছিল সিয়াটল সাউন্ডার্স। দ্বিতীয় ক্লাব হিসেবে এই প্রতিযোগিতায় খেলবে মায়ামি।