শাইনপুকুর – ১৯২/৪ রান, ওভারঃ ২০
হৃদয় ৬৬* (৪১), শুভাগত ৫৮* (১৮)
মোহামেডানকে একেবারেই হতাশ করেননি আশরাফুল
মোহামেডান- ১২০/৬ (১৪.৩ ওভার)
(ইরফান ২১, আলাউদ্দিন ২)
মিরপুরে ডিপিএলের ৫ম ম্যাচে শুভাগত হোমের বিদ্ধংসী ব্যাটিংয়ে মোহামেডানকে ১৯৩ রানের বড় টার্গেট ছুঁড়ে দিয়েছে শাইনপুকুর। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা মোহামেডান শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করেছে।
বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহামেডানের শুরুটা ভালোই ছিল। তাদের দুই ওপেনার অভিষেক মিত্র এবং আব্দুল মজিদ ইনিংসের প্রথম ৪ ওভারে ভালোই খেলেছেন। কিন্তু ৫ম ওভারে এসে সোহরাওয়ার্দী শুভর বলে অভিষেক আউট হলে ছন্দপতন ঘটে মোহামেডানের।
অভিষেক বিদায় নিয়ে সাজঘরে ফিরে গেলেও মজিদের সঙ্গে ওয়ান ডাউনে ক্রিজে নেমে ভালোই জুটি বেঁধেছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু দেলোয়ার হোসেনের বলে হামিদুল ইসলামকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যাওয়ার আগে ২০ বলে ২১ রান করেন আশরাফুল। আশরাফুলের ২১ রানের ইনিংসটিতে ২ টি বাউন্ডারির মার্ ছিল। ডিপিএল এসে আশরাফুলের শুরুটা খুব একটা খারাপ হলোনা। তবে ভক্তদের আশা সামনের ম্যাচগুলোতে পুরোনো সেই বিদ্ধংসী আশরাফুলকে দেখতে পাবেন তারা।