নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের একটিতেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ দল। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচেও আজ ৮৮ রানের বিশাল ব্যাবধানে হেরেছে টাইগাররা।
এ পর্যন্ত বাংলাদেশ দল ১৩ টি দেশে ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে দ্বিপাক্ষিক সিরিজে পাঁচটি দেশে স্বাগতিকদের বিপক্ষে কখনোই জয় পায়নি বাংলাদেশ। এই দেশগুলোতে জয় পেলেও স্বাগতিকদেরকে বাংলাদেশ দল হারাতে পারেনি।
চলুন দেখে নেওয়া যাক এই দেশগুলোর নামঃ
- ১৩ ম্যাচ খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়শূন্য বাংলাদেশ দল।
- ১১টি ওয়ানডে খেলে পাকিস্তানের বিপক্ষে জয়শূন্য বাংলাদেশ দল।
- ৯ ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়শূন্য বাংলাদেশ দল।
- ৬ ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটিতেও জয় পায়নি বাংলাদেশ দল।
- ৩টি ওয়ানডে খেলে ভারতের মাটিতে একটিতেও জয় পায়নি বাংলাদেশ দল।