কুমিল্লার দেওয়ার ২০০ রানের জবাবে ভালোই জবাব দিচ্ছে সাকিবের ঢাকা। ঢাকাকে জয়ের পথে নিয়ে যাচ্ছেন রনি তালুকদার।
কুমিল্লার দেওয়া রানের জবাবে শুরুতেই নারিনের উইকেট হারায় ঢাকা। শুন্য রানে সাইফুদ্দিনের থ্রোতে রান আউট হন নারিন। তবে এরপর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসা রনি তালুকদার ও অন্য ওপেনার থারাঙ্গা দায়িত্ব কাঁধে তুলে নেন। এরপর ৬ ওভার থেকেই তারা তোলে ৭১ রান।
তারা দুজনে দিলে দলকে এনে দেন ১০২ রানের জুটি। যেখানে ২৬ বল থেকে চিলতি বিপিএল আসরের দ্রুততম হাফ সেঞ্চুরি তুলে নেন রনি তালুকদার। তার ইনিংসটি ৫টি চার ও ৩টি ছক্কায় সাজানো ছিল। তার সঙ্গে অন্য প্রান্তে থাকা থারাঙ্গা খেলেন নিজের ছন্দে। এই জুটিতে তিনিও এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরি দিকে। তবে দলীয় ১০২ রানে তাদের রণে ভঙ্গে দেন থিসারা পেরেরা।
ইনিংসের নবম ওভারে তার বলে বাউন্ডারি ক্যাচ দিয়ে ২৭ বল থেকে ৪৮ রান করে ফিরে যান।
শেষ খবর পাওয়া অবদি ঢাকার সংগ্রহ ১৬ ওভারে ১৪২ রান।