মাত্র ১৫ বছর বয়সেই বার্সেলোনার হয়ে রেকর্ড গড়েছেন লামিন ইয়ামাল নামের এক কিশোর। বার্সার ১২৪ বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে লা লিগায় খেলেছেন ইয়ামালই।
রিয়াল বেতিসের বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে ৮৩ মিনিটে গাভির জায়গায় ইয়ামালকে নামান কোচ জাভি এর্নান্দেস। মাঠে মিনিট দশেকের উপস্থিতিতে বল স্পর্শ করেছেন ১২ বার। তার নিখুঁত পাস পেয়ে উসমান দেম্বেলে মিস না করলে অ্যাসিস্টও হতে পারত একটা।
আরও পড়ুন: জাতীয় দলের সঙ্গ ছাড়লেন জেমি সিডন্স
এর আগে বার্সায় লিওনেল মেসির অভিষেক হয়েছিল ১৮ বছরে। মেসির ১০ নম্বর জার্সি পরা আনসু ফাতির অভিষেক ১৬ বছরে। তাদেরও ছাড়িয়ে এবার ১৫ বছরে প্রথমবার লা লিগায় অভিষেক লামিন ইয়ামালের।
প্রসঙ্গত, ২০০৭ সালের ১৩ জুলাই স্পেনে ইয়ামালের জন্ম। তার বাবা মরক্কোর, মা গিনির। সেন্টার ফরোয়ার্ড হলেও খেলতে পারেন অ্যাটাকিং মিডফিল্ডার ও উইঙ্গার হিসেবে। লা মাসিয়ায় তার ড্রিবলিং ও দুর্দান্ত স্কিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল আগেই। খেলে ফেলেছেন স্পেনের অনূর্ধ্ব-১৯ দলে।