নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার পর পার হয়ে গেছে ১২ ঘন্টার বেশি সময়। তবে ক্রিকেটারদের দেশে ফেরার বিষয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিল না বিসিবি। অবশেষে জানা গেল আগামীকাল শনিবার রাত ১০.৪০ মিনিটে ঢাকা এসে পৌঁছাবে বাংলাদেশ দল।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট দেশে ফেরা নিয়ে খালেদ মাসুদ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘(স্থানীয় সময়) কাল দুপুর ১২টায় (বাংলাদেশ সময় ভোর ৫টা) আমরা রওনা দেব। আশা করি ঢাকায় পৌঁছাব রাত ১০টা ৪০ মিনিটে।’
কোচিং স্টাফদের কেউ কেউ যে দলের সঙ্গে যে ফিরছেন না, সেটি অবশ্য ম্যানেজার আগেই বলেছেন, ‘আমরা ১৯ জন ফিরব। কোচিং স্টাফের কেউ ওয়েস্ট ইন্ডিজ যাবে, কেউ হয়তো দক্ষিণ আফ্রিকায়। তাঁরা দ্রুতই টিকিট পেয়ে যাবে।’
উল্লেখ্য, নিউজিল্যান্ডে তৃতীয় টেস্টের ভেন্যু ক্রাইস্টচার্চের পাশে একটি মসজিদে বর্ণাবাদী এক ব্যাক্তির হামলার ৪৯ জন নিহত হয়েছেন। এ ঘটনার শিকার হতে পারতেন বাংলাদেশ দলও । তবে মসজিদে জুম্মার নামাজ পড়তে ১০ মিনিট দেরিতে পৌঁছানোয় ভয়ংকর এ হামলার হাত থেকে কোনো আঘাত ছাড়া বেঁচে ফিরতে পেরেছে বাংলাদেশ দল।