দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতেই আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়তে নামছেন টাইগাররা। সিরিজের প্রথম টেস্টে লজ্জার হারের পর এবার দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোই তাদের লক্ষ্যে।
টেস্ট কিংবা ওয়ানডে অথবা টি-টোয়েন্টি। বাংলাদেশের কোন ম্যাচ শুরুর আগে, ম্যাচের চাইতে ভিন্ন প্রসঙ্গই প্রাধান্য পায় বেশি। এবারও হয়নি তার কোনো ব্যতিক্রম। চট্টগ্রামে কেমন করবে তা নিয়ে নেই তেমন কোনো আলোচনা। এরমধ্যে এসে গেছে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রস্তুতির চেয়ে আলোচনায় গুরুত্ব পেলো শান্তর পরে কে হবেন অধিনায়ক সে বিষয়ে।
আরও পড়ুন: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নিয়ম অনুযায়ী ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কোচ বা অধিনায়ক আসেন। তবে দ্বিতীয় টেস্টে আগে সিমন্স-শান্তকে পাওয়া যায়নি। প্রস্তুতি আর জয়ের সম্ভাবনার কথা বলেছেন তাইজুল ইসলাম।
টেস্টে দারুণ কার্যকর তাইজুলের বোলিং। তবে সাকিবের কারণে প্রায় সময়ই থেকেছেন আলোর বাইরে। ঢাকা টেস্টে ২০০ উইকেটের ল্যান্ডন্ডমার্কে পা রেখেছেন তিনি।
চট্টগ্রামে টেস্টের আগে স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। জাকের আলী অনিকের পরিবর্তে দলে এসেছেন মাহিদুল ইসলাম অঙ্কন।