অভিষেক টেস্টে ভারতকে ধসিয়ে দেয়ার মূল কারিগর ছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের নতুন মুখ লুঙ্গি এনগিডি। ভারতের বিপক্ষে ম্যাচে বল হাতে একাই তাণ্ডব চালানো এ তরুণ পেসার ৩৯ রানে ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে পৌঁছে দেন জয়ের দোরগোড়ায়।
কিন্তু টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম আভাস দিচ্ছে অন্য রকম এক খবরের। ভারত বধে ব্যবহৃত প্রোটিয়ান এই নতুন অস্ত্রকে নিয়েই নাকি এবার টানাটানি শুরু হবে আইপিএলে। মাত্র ৫০ লাখ ভিত্তিমূল্যের এই প্রোটিয়া পেসারের দিকেই নজর থাকবে নিলামে অংশগ্রহণকারী সবকটি দলের। এমনকি এই টানাটানিতে লুঙ্গির দাম ১৫ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে ভারতীয় গণমাধ্যম।
আইপিএলের একাদশতম আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৭-২৮ জানুয়ারি। যদিও প্রথম প্রথম নিলামে নাম জমাদানকারী ১১২২ বিদেশি ক্রিকেটারের মাঝে লুঙ্গিকে কেউ পাত্তাই দেয়নি কিন্তু সেঞ্চুরিয়ন টেস্টের পর পাল্টে গেছে দৃশ্যপট।
দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলা লুঙ্গি সেঞ্চুরিয়ন টেস্টের আগে পর্যন্ত প্রোটিয়া ক্রিকেট মহলে পরিচিত ছিলেন টি-টোয়েন্টি বোলার হিসেবে। ৩৯টি টি-টোয়েন্টিতে ৪৩ উইকেট পাওয়া লুঙ্গি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে টাইটান্সের হয়ে নিয়মিতই আলো ছড়ান।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া