8.8 C
New York
Sunday, November 10, 2024

Buy now

৮ রানের রোমাঞ্চকর জয় পেল ভারত

নাগপুরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে রোমাঞ্চ ছড়িয়ে জয় পেল কোহলির দল। ভারতের দেওয়া ২৫০ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ২৪২ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। ৮ রানের পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল কোহলির দল।

ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে আজ উদ্ধোধনী জুটিতে বড় রান তোলে অসি দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও খোয়াজ। তারা দুজনে ৮৩ রান তোলেন। তবে এর পরেই পর পর দুজনেই প্যাভিলনের পথ ধরেন।

ইনিংসের ১৪তম ওভারের তৃতীয় বলে কুলদ্বীপের বলে এল বি ডব্লিউ্ হন ফিঞ্চ। ৫৩ বল থেকে ৫৭ রান করেন তিনি। পরের ওভারেই কেদার যাদবের বলে কোহলিকে ক্যাচ দিয়ে বিদায় নেন খোয়াজা। তিনি করেন ৩৮ রান।
আজ একাদশে সুযোগ পাওয়া শন মার্চ ও হ্যান্ডকম্ব জোড়া উইকেট হারানোর ধকল সামলানোর চেষ্টা করেন। কিন্তু দলীয় ১২২ রানের সময় মার্শকে ১৬ রানে বিদায় করেন জাদেজা। তিনি ফেরার ১০ রানের ব্যবধানে ম্যাক্সওয়েকে ফিরিয়ে দেন কুলদ্বীপ। ম্যাক্সওয়েল করেন ৪ রান।

পঞ্চম উইকেট হ্যান্ডকম্ব ও স্টনিস গড়েন ৪৯ রানের জুটি। এই জুটি আরো বড় হতে পারেন জাদেজায় থ্রো তে হ্যান্ডকম্ব ৪৮ রানে রান আউট হওয়ায়। হ্যান্ডকম্ব ফিরে গেলেও দলকে খেলার মধ্য রাখার চেষ্টা করে যান স্টনিস। তিনি ও অ্যালেক্স ক্যারি দলের স্কোর দুইশো পাড় করে। এই জুটিতে জয়ের স্বপ দেখছিল অস্ট্রেলিয়া।

কিন্তু অস্ট্রেলিয়া স্বপ্ন ভেঙে দেন কুলদ্বীপ। তিনি দলীয় ২১৮ রানের সময় ২৪ বল থেকে ২২ রান করা ক্যারিকে প্যাভিলনে ফিরত পাঠান। এরপর ইনিংসের ৪৫তম ওভার ও দলীয় ২২৩ রানে বুমরার ওভারে কুলটার নাইল ও কামিন্সের জোড়া উইকেট হারায় অসিরা।

শেষ দিকে স্টনিস একাই দলকে জয়ের বন্দরে নেওয়ার প্রচেষ্টা চালান। মেষ ওভারে ম্যাচ জিততে অস্ট্রেলিয়া প্রয়োজন ছিল ১১ রান। তবে বিজয় শঙ্করের করা প্রথম বলেই ৬৫ বল থেকে ৫২ রান করা এল বিডব্লিই হন স্টনিস। এখানেই অস্ট্রেলিয়া জয়ের আশা শেষ হয়ে যায়। ওভারে তৃতীয় বলে জাম্বা আউট হলে ২৪২ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া।

ভারতের হয় ৫৪ রানে কুলদ্বীপ নেন ৩টি উইকেট। বুমরা ও বিজয় শঙ্কর নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নেন কেদার যাদব ও বুমরা।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles