শুক্রবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। তবে এই ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে কাঠগড়ায় থার্ড আম্পায়ার ও প্রযুক্তি। নিউজিল্যান্ডের ইনিংসের ছ’নম্বর ওভারে কিউই ব্যাটসম্যান ব্যাট ছুঁয়ে বল লাগে প্যাডে। সেটা হটস্পটে স্পষ্ট দেখা গেলেও থার্ড আম্পায়ার সেটি আউট বলে রায় দিলেন।
এদিনের ম্যাচের সেরা ক্রুনাল এর করা ওভারের শেষ বলে কিউয়ি ব্যাটসম্যান ড্যারেল মিচেলকে এলবিউব্লিউ-তে আউট দেন ফিল্ড আম্পায়ার। আম্পায়ারের সিদ্ধান্তে সন্দেহ প্রকাশ করে রিভিউ নেন নিউ জিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান। আকারে-ইঙ্গিতে তিনি বারবার বোঝাতে থাকেন যে, বল তাঁর ব্যাট ছুঁয়ে প্যাডে গিয়ে লেগেছে। শেষমেশ রিভিউতেও সেটাই দেখা যায়। কিন্তু থার্ড আম্পায়ার শেইন হেইগ আউট বলেই রায় দেন।
পরে জানা যায়, স্নিকোয় ব্যাটে বল লাগার কোনও শব্দ ধরা পড়েনি। তাই তৃতীয় আম্পায়ার শন হেগ মাঠের আম্পায়ারদের সিদ্ধান্ত বহাল রাখেন। গোটা ঘটনায় হতাশ মিচেল। আম্পায়ারের এমন বিতর্কিত সিদ্ধান্তে বিস্মিত হন কেন উইলিয়ামসনও। তিনি আম্পায়ারের কাছে নিজের প্রতিবাদ জানান। এর পর মহেন্দ্র সিংহ ধোনি আসরে নামেন। কথা বলেন কেন উইলিয়ামসনের সঙ্গে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও এগিয়ে এসে বোঝাতে থাকেন তাঁকে। এর পর আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে মাঠ ছাড়েন মিচেল। কিন্তু বিতর্ক জন্ম নেয়।