11.9 C
New York
Thursday, May 2, 2024

Buy now

আইপিএলে নিজের শেষ দেখছেন দিনেশ কার্তিক

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগটির (আইপিএল) এবারের মৌসুম খেলবেন উইকেটকিপার–ব্যাটসম্যান দিনেশ কার্তিক। এরপরই ক্যারিয়ারের সমাপ্তি টানবেন তিনি।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও দ্রুতই সিদ্ধান্ত নেবেন ৩৮ বছর বয়সী কার্তিক।
দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু কার্তিকের। এখন পর্যন্ত আইপিএলের ১৬ মৌসুমে মিস করেছেন মাত্র ২টি ম্যাচ।

আরও পড়ুনঃ শততম টেস্টে নামলেন অশ্বিন-বেয়ারস্টো

২০০৮ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই টুর্নামেন্ট চালুর পর কার্তিক সেই সাত খেলোয়াড়ের একজন, যারা সব মৌসুমেই খেলেছেন। ২০২৩ আইপিএলে মাত্র ১৪০ রান করেছেন তিনি। তবে ২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দারুণ কাটিয়েছিলেন কার্তিক। ফিনিশারের ভূমিকায় ১৬ ম্যাচে ৩৩০ রান করেছিলেন। স্ট্রাইক রেট ১৮৩.৩৩। সেবার কার্তিকের পারফরম্যান্সেই আইপিএলের প্লে অফে উঠেছিল বেঙ্গালুরু। আর তিনি জায়গা করে নিয়েছিলেন ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দলে।

আইপিএলে এ পর্যন্ত ছয়টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন কার্তিক। আইপিএলে মোট ২৪০ ম্যাচে ২৬-এর কাছাকাছি ব্যাটিং গড়ে ৪৫১৬ রান করেছেন কার্তিক। উইকেটকিপার হিসেবে সব রকম ডিসমিসাল মিলিয়ে মহেন্দ্র সিং ধোনির পরই আছেন কার্তিক (১৩৩)। স্টাম্পিংয়েও ধোনির পরের অবস্থানটা তার (৩৬)। এমনকি অধিনায়কত্বও করেছেন আইপিএলে। এই দায়িত্বে জিতেছেন ২১ ম্যাচ, হেরেছেনও ২১ ম্যাচ।

প্রসঙ্গত এবারের আইপিএল শুরু হবে আগামী ২২ মার্চ থেকে। উদ্বোধনী ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলবে কার্তিকের বেঙ্গালুরু।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles